সাধারণত শ্বাস গ্রহণ, স্পর্শ, ইনজেকশন বা খাদ্য গ্রহণের মাধ্যমে কোনো বস্তু শরীরে ঢুকে অতিরিক্ত স্পর্শকাতরতা ও বিরূপের ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাই অ্যালার্জি। অ্যালার্জি হওয়ার প্রধান কারণ হল গ্রহণ ক্ষমতা। অনেকেই অ্যালার্জি জাতীয় খাদ্য খুব সহজেই গ্রহণ করতে পারে । আবার কেউ কেউ তা পারেনা, যার ফলে অ্যালার্জির সৃষ্টি হয়। অ্যালার্জি ফলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া হতে পারে যেমন - শরীরে চুলকানি, লাল চাক হয়ে ওঠা, চোখ চুলকানো ও লাল হওয়া, নাক দিয়ে পানি পড়া, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথা, নাক বন্ধ থাকা, নাক দিয়ে পানি পড়া, চুলকানি ইত্যাদি ।
অ্যালার্জি জনিত কিছু খাবার
- গরুর দুধ।
- কাঠবাদাম, কাজুবাদাম ও পেস্তাবাদাম থেকেও অ্যালার্জি হতে পারে।
- ডিমের সাদা অংশ ও বাদাম।
- বাদাম লেগুম প্রজাতির শস্য হতেও অ্যালার্জির দেখা দিতে পারে । যেমন-চিংড়ি, ইলিশ মাছ, বেগুন, গরুর মাংস, হাঁসের মাংস ও ডিম এবং খাসির মাংস ইত্যাদি ।
- অনেক সময় পুঁটি, বোয়াল ও শোল মাছ এবং কুমড়া থেকেও অ্যালার্জি হতে পারে ।
- শিশুদের প্রিয় খাবার চিপসের মচমচে ভাব বজায় রাখার জন্য সালফাইড মেশানো হয় । এর ফলে শিশুর অ্যালার্জি হতে পারে।
- পানিও খাবারের মধ্যে সাইট্রিক এসিড, ফসফরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, সোডিয়াম, পটাশিয়াম ফ্লোরাইড প্রভৃতি মেশানোর ফলে অ্যালার্জি হতে পারে।
অ্যালার্জির প্রতীকার
- প্রথমত যেসব খাবার খেলে আপনার অ্যালার্জি সৃষ্টি হয়, সেসব খাবার পরিহার করতে হবে ।
- গর্ভাবস্থার শেষের তিন মাসে অ্যালার্জিযুক্ত খাবার খাওয়ানো সম্পূর্ণ নিষেধ ।
- সব সময় শিশুকে কৃত্রিম দুধের পরিবর্তে প্রাকৃতিক দুধ খাওয়াতে হবে ।
- শিশুকে অ্যালার্জি থেকে রক্ষার জন্য, প্রতিষেধক টিকা দিতে হবে।
- তবে সব চেয়ে ভালো রেজিস্টার্ড একজন হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে ট্রিটমেন্ট নিন। কারণ তাতে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন।
ডাক্তার আবুল হাসান (ডিএইচএমএস - বিএইচএমসি, ঢাকা)
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঢাকাযৌন ও স্ত্রীরোগ, চর্মরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, পাইলস, IBS, পুরাতন আমাশয়সহ সকল ক্রনিক রোগে হোমিও চিকিৎসা নিন।
১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশফোন :- ০১৭২৭-৩৮২৬৭১ এবং ০১৯২২-৪৩৭৪৩৫
ইমেইল:adhunikhomeopathy@gmail.com
স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।
পার্শ্ব প্রতিক্রিয়াহীন সর্বাধুনিক ও সফল হোমিওপ্যাথিক চিকিত্সা নিন
কিডনি সমস্যা
- কিডনি পাথর
- কিডনি সিস্ট
- কিডনি ইনফেকশন
- কিডনি বিকলতা
- প্রসাবে রক্ত
- প্রস্রাবের সময় ব্যথা
- প্রসাব না হওয়া
- শরীর ফুলে যাওয়া
লিভার সমস্যা
- ফ্যাটি লিভার
- লিভার অ্যাবসেস (ফোঁড়া)
- জন্ডিস
- ভাইরাল হেপাটাইটিস
- ক্রনিক হেপাটাইটিস
- HBsAg (+ve)
- লিভার সিরোসিস
- লিভার ক্যানসার
পুরুষের সমস্যা
- যৌন দুর্বলতা,দ্রুত বীর্যপাত
- শুক্রতারল্য,ধাতু দৌর্বল্য
- হস্তমৈথুন অভ্যাস
- হস্তমৈথনের কুফল
- অতিরিক্ত স্বপ্নদোষ
- পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ
- পুরুষাঙ্গ নিস্তেজ
- সিফিলিস, গনোরিয়া
স্ত্রীরোগ সমূহ
- স্তন টিউমার
- ডিম্বাশয়ে টিউমার
- ডিম্বাশয়ের সিস্ট
- জরায়ুতে টিউমার
- জরায়ু নিচে নেমে আসা
- অনিয়মিত মাসিক
- যোনিতে প্রদাহ,বন্ধ্যাত্ব
- লিউকোরিয়া, স্রাব
পরিপাকতন্ত্রের সমস্যা
- পেটে গ্যাসের সমস্যা
- ক্রনিক গ্যাস্ট্রিক আলসার
- নতুন এবং পুরাতন আমাশয়
- আইবিএস (IBS)
- আইবিডি (IBD)
- তীব্রতর কোষ্ঠকাঠিন্য
- পাইলস, ফিস্টুলা
- এনাল ফিসার
অন্যান্য স্বাস্থ্য সমস্যা
- বাতজ্বর
- লিউকেমিয়া, থ্যালাসেমিয়া
- সাইনোসায়টিস
- এলাৰ্জি
- মাইগ্রেন
- অনিদ্রা
- সোরিয়াসিস (Psoriasis)
- সাধারণ অসুস্থতা